ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ নাসিমের

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ২২:৪১

আপডেট: ১৩-০৯-২০২৩ ২২:৪১

ক্রীড়া ডেস্ক: ইনজুরির কারণে আর এশিয়া কাপ ক্রিকেটের চলতি আসরে খেলতে পারবেন না পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ।  

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগেই পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন তিনি। ভারতের বিরুদ্ধে ম্যাচে বল করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন তারকা পেসার।

আজ (বুধবার) জানা  গেছে, বাকি টুর্নামেন্টের জন্য নাসিমকে আর পাওয়া যাবে না।   

নাসিমের মতো নির্ভরযোগ্য পেসারের দলে না থাকাটা পাকিস্তানের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। বিশেষ করে, বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়ে নাসিমের ছিটকে যাওয়াটা পাকিস্তানের কাছে বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাসিম ছিটকে যাওয়ায় জামান খানকে দলে ডেকে নেওয়া হয়েছে। জামান খান পাকিস্তানের রিজার্ভ দলে ছিলেন। 

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি গত রোব এবং সোমবার মিলিয়ে খেলা হয়েছে। আর এই ম্যাচেই পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ চোট পান। নাসিমের আগে অবশ্য চোট পেয়েছিলেন হ্যারিস রউফ। রোববারই রউফের পিঠের পেশিতে টান ধরায় তিনি অস্বস্তি অনুভব করেছিলেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে আর সোমবার খেলানো হয়নি। 

নাসিমের চোট কতটা গুরুতর বা কী পর্যায়ে রয়েছে, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। আসলে বিশ্বকাপের আগে কোনও রকম বাড়তি ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। সে কারণেই আরও জোর করে নাসিম শাহকে খেলানোর কথা তারা ভাবছেই না। পাকিস্তানের পাখির চোখ এখন একটাই, ভারতের মাটিতে বিশ্বকাপ জয়। সেই লক্ষ্য নিয়েই তারা এই দেশে আসবে। তার আগে কোনও রকম ঝুঁকিপূর্ণ কাজ পাকিস্তান টিম ম্যানেজমেন্ট করতে রাজি নয়।

 

afroza/Bodiar