ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের দলে না থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন কয়েকজন খেলোয়াড়কে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প হয়েছে মিরপুর স্টেডিয়ামে। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ দল তিনটি একদিনের সিরিজ খেলবে। ইনজুরি থেকে সুস্থ হওয়া তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন বিশেষ অনুশীলন ক্যাম্পে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে থাকা এই দু’জনের অনেকটাই নিশ্চিত। চলতি মাসে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ ইমার্জিং দল যাবে চীনের হাংজুতে। ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ টাইগার্স দল প্রস্তুতি ম্যাচ খেলবে। একটি ৫০ ওভারের এবং একটি টি- টোয়েন্টি ম্যাচ হবে। ৫০ ওভারের ম্যাচটি হবে বৃহস্পতিবার।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন ৫০ ওভারের ম্যাচটিতে মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা খেলবেন। আর আগামী ১৭ই সেপ্টেম্বর টি- টোয়েন্টি ম্যাচটিতে খেলবেন তামিম ইকবাল। নিজেদের ফিটনেস লেভেল এবং ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবেই তারা এই খেলাগুলোতে অংশ নেবেন।
SMS/Bodiar