সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, জার্মান দূতকে বিএনপি

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ১৮:২৯

আপডেট: ১৩-০৯-২০২৩ ২০:৫২

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কি। 

আজ (বুধবার) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।  

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ম্যাডামের (খালেদা জিয়ার) স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি তারা জিজ্ঞেস করেছেন।’

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে। কিভাবে নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের করা যায়। আমরা বলছি এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আন্তর্জাতিক মানের, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের অধীনে হবে না।’

তিনি বলেন, সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে তা আমাদের ঠিক করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য অংশীদারিত্বমলক সম্ভব নয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। 

 

afroza/Bodiar