ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ১৬:০৫

আপডেট: ১৩-০৯-২০২৩ ১৬:১৮

ক্রীড়া ডেস্ক: পারিবারিক কারণে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলা হবে না বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ফলে দেশেই থাকতে হচ্ছে মিস্টার ডিপেন্ডেবলকে। 

সিদ্ধান্ত বদলেছেন মুশফিক। তাই চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে আর দলের সঙ্গে যোগ দেবেন না তিনি।  নবজাতক এবং তার মায়ের পাশে থাকার জন্যই মূলত বিসিবি থেকে তার বাড়তি ছুটি মঞ্জুর করা হয়েছে। 

আজ বুধবার (১৩ই আগস্ট) বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর।   

এরআগে, গত ১১ই আগস্ট কন্যা সন্তানের জনক হয়েছেন মুশফিক। সন্তানের ডেলিভারির সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচের আগে যে ছুটিটা পেয়েছিলেন মুশফিকুর রহিম, সে ফাঁকেই দেশে ফিরে এসেছিলেন তিনি। তার সঙ্গে ছুটির এই সময়টায় দেশে কিছু কমিটমেন্ট রক্ষার জন্য ফিরে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও। 

ছুটি কাটিয়ে আজ সকালেই কলম্বোর উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল মুশফিকুর রহিমের। 

আগমী ১৫ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

 

afroza/Bodiar