শেরপুরে গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ১৫:৪০

আপডেট: ১৩-০৯-২০২৩ ১৫:৪০

শেরপুর সংবাদদাতা: শেরপুরের ফরিদা বেগম হত্যা মামলায় ৩ জনকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

আজ বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় প্রদান করেন।  

সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পাঞ্জরভাঙা গ্রামের জোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, শেরপুর পৌর শহরের গৌরিপুর মহল্লার মেফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, গৌরিপুর মহল্লার রফিক মিয়ার ছেলে শামীম মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন গৌরিপুর মহল্লার আব্দুস সালামের ছেলে  মোহাম্মদ আলাউদ্দিন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১শে আগস্ট রাতে চুরির উদ্যেশে শেরপুর শহরের গৌরিপুর মহল্লার ফরিদা বেগমের ঘরে প্রবেশ করে আসামিরা। এসময় ফরিদা বেগম একজনকে চিনে ফেললে ধরা পরার আশংকায় তাকে হত্যা করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ফরিদা বেগমের ছেলে শফিউল এহসান শামীম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। 

 

Kaniz/Bodiar