নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন কঠিন পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ইসির একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়।
বুধবার সকালে নির্বাচন ভবনে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় বিশিষ্টজনেরা বলেন, ভোটারদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ভোটের সময় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা না থাকলে সে দায় ইসিকেই নিতে হবে।
নির্বাচন ভবনে বুধবার ‘দ্বাদশ জাতীয় নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালা করে নির্বাচন কমিশন। অংশ নেন সাবেক আমলা, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনাররা। উপস্থিত ছিলেন সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা।
এসময় আলোচকরা বলেন, ভোট দেয়ার সুযোগ না দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের যে সংলাপ গত বছর অনুষ্ঠিত হয়েছিলো, সেখানে পাওয়া পরামর্শগুলো ইসি আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তারা।
নির্বাচনের সময় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান বক্তারা। নয়তো নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করা যাবে না। নির্বাচন অংশগ্রহণমূলক করতে না পারলে সে দায় ইসির উপর বর্তাবে বলেও মন্তব্য করেন কেউ কেউ।
আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রসঙ্গের সূত্র ধরে সিইসি বলেন, গণমাধ্যমে নির্বাচন কমিশনকে খাটো করার চেষ্টা করা হয়। নিবার্চন কমিশন সরকারের পক্ষে কাজ করে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
প্রধান নিবার্চক কমিশনার বলেন, জাতীয় নির্বাচন সহজ নয়। একে কেন্দ্র করে নানামুখি সমস্যা রয়েছে।
Piash/sat