নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের উপর মানুষের আস্থা আরও বাড়ানোর জন্য কাজ করা উচিত বলে মনে করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সমাজের প্রতিটি সেক্টরে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে, তিনি বলেন বিচার বিভাগে দুর্নীতির লাগাম টানতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগকে রাজনীতিকীকরণের কোন সুযোগ নেই।
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে মঙ্গলবার নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এর একদিন পরেই সুপ্রিমকোর্টে নিজ কার্যলয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, আদালতে মামলা জট পুরাতন সমস্যা, তা কমাতে সম্মিলিত উদ্যোগ নেয়া হবে। বিচার বিভাগকে রাজনীতিকীকরণের কোন সুযোগ নেই জানিয়ে এই বিভাগের প্রতি, মানুষের অস্থার সংকট কাটাতে কাজ করবেন বলে জানান তিনি।
নব-নিযুক্ত প্রধান বিচারপতি বলেন, সমাজে ক্যান্সারের মতো প্রতিটি সেক্টরেই দুর্নীতি ছড়িয়েছে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ শে সেপ্টেম্বর। একদিন পরেই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ এই বিচারপতি।
Azmi/sat