অনলাইন ডেস্ক: বিয়ে করছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। কনে একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। আগামী ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সেনাকুঞ্জে হলরুমে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। অনেকটা ঘরোয়া পরিবেশে হবে বিয়ে। পরিবার, আত্মীয়-স্বজন ও টেন মিনিট স্কুলের শিক্ষক-কর্মকর্তারাই মূলত আমন্ত্রণ পাচ্ছেন অনুষ্ঠানে। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।
আমন্ত্রিত বন্ধু-ঘনিষ্ঠজনদের নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে একটি চ্যাট গ্রুপ খুলেছেন ‘বর-কনে’। তাতে কঠোর নির্দেশনা-কোনোভাবেই ২৩ তারিখের আগে বিয়ের খবর বাইরে জানানো যাবে না। তবুও তা জানাজানি হয়েছে। ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলেব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তার সত্যতা মিলতে যাচ্ছে।
দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের নিকটজনদের অনেকেই বিয়ের কথা উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।
AR/sat