গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ৫টি বিদ্যালয় চালু করা হয়েছে। এতে স্কুলমুখী হয়েছে কয়েক হাজার প্রতিবন্ধী শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বলছেন, এই শিশুদের সঠিক পরিচর্যা করতে পারলে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অবদান রাখতে পারবে পরিবার সমাজ ও দেশের অগ্রযাত্রায়।
এক সময় সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখা হত ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। অনেকেই তাদের সমাজের বোঝা মনে করতো। অবহেলায় চলতো তাদের জীবন। কিন্তু সুবিধাবঞ্চিত এসব শিশুদের আতœনির্ভরশীল করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে ৫টি স্কুল। তাদের শিক্ষার জন্য শ্রেণিকক্ষ সাজানো হয়েছে ভিন্নধর্মী আয়োজনে। দেয়ালে ছবি, সংকেত বা অন্যান্য উপকরণ ব্যবহার করে পাঠদান করানো হচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণও দেয়া হচ্ছে। ছবি এঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এখানকার ৫ শিশু ১ লাখ টাকা করে পুরস্কারও পেয়েছে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে মনে করছেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার জন্যও সরকার আরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানালেন গোপালগঞ্জ সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন।
ভালোবাসা, স্নেহ ও যত্ন দিয়ে শিক্ষা দিলে প্রতিবন্ধী শিশুরা দেশ ও সমাজের বোঝা না হয়ে তারা সম্পদে পরিণত হবে মনে করছেন সংশ্লিষ্টরা।
rocky/sat