রাজবাড়ীতে হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ০৯:৪৯

আপডেট: ১৩-০৯-২০২৩ ১০:২৯

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ী সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত পরিমাণের চাইতে কম এবং নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। কোন কোন রোগী খাবার না পাওয়ার অভিযোগও করেছেন। খাবারের এমন অনিয়মের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন দুর্ভোগে।

রাজবাড়ী সদর হাসপাতালের রান্না ঘর এটি। রোগীদের দুপুর আর রাতের খাবারের জন্য রান্না করা হচ্ছে পাঙ্গাস মাছ। যদিও খাবারের তালিকা অনুযায়ী দেবার কথা রুই অথবা কাতল মাছ। এখানে ভর্তি হওয়া একজন রোগীর জন্য প্রতিদিন খাবার বাবদ বরাদ্দ ১৭৫ টাকা। এর মধ্যে সকালে নাস্তার জন্য ৪৯ টাকা আর দুপুর ও রাতের খাবারের জন্য ১২৬ টাকা। বরাদ্দকৃত এই টাকার মধ্যে রুই অথবা কাতল মাছ দেয়ার কথা থাকলেও পাঙ্গাস অথবা সিলভারকার্প ছাড়া অন্য মাছ দেয়া হয় না। 

একই অবস্থা কালুখালি ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। খাবার নিয়ে অভিযোগ রয়েছে রোগীদের। 

জেলার সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন জানালেন, সদর হাসপাতাল তার অধীনে নয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিুমানের খাবার সরবরাহ করা হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

বিষয়টি নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

lamia/sat