চট্টগ্রাম প্রতিবেদক: আগামী ২৮শে অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশে প্রথম নির্মিত টানেলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ই সেপ্টেম্বরু) সকালে চট্টগ্রামে এর উদ্বোধন সংক্রান্ত প্রস্তুতি সভায় একথা জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ মনজুর হোসেন। মূল টানেলের কাজ এরইমধ্যে শতভাগ শেষ হয়েছে। সংযোগ সড়কসহ অন্যান্য অবকাঠামোগত কাজও ৯৮ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবার। আগামী ২৮শে অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে নির্মিত প্রথম টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টানেল উদ্বোধন সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে এসব তথ্য জানান সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।
প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই টানেলের মূল অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে সংযোগ সড়কসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হয়েছে ৯৮.৫ শতাংশ।
এদিকে, টানেলের নিরাপত্তা, যানচলাচল ও সংযোগ সড়কে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বঙ্গবন্ধু টানেলের দুই প্রান্তে ফলক উন্মোচনের পাশাপাশি আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনের পরদিন ২৯শে অক্টোবর টানেলটি সবার চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
Naeem/habib