‘খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদেই নাইকো চুক্তি’

প্রকাশিত: ১২-০৯-২০২৩ ১৯:১৮

আপডেট: ১২-০৯-২০২৩ ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে এবং অন্যদের যোগসাজশে অবৈধ নাইকো চুক্তি হয়। এতে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের সময় মামলার বাদী দুদকের তৎকালীন সহকারী পরিচালক এবং বর্তমানে উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এসব কথা বলেছেন। 

মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নির্মিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে (অস্থায়ী) এ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন আদালত। 

এদিকে, সাক্ষ্যগ্রহণ ঘিরে হট্টগোল হয় এজলাসে। এদিন সাক্ষ্যগ্রহণ শুরুর আগে সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। অন্যদিকে এর বিরোধীতা করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন আদালত।

 

rocky/habib