নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়নে ফ্রান্স ও আমেরিকা সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠকে তারা এই আশ্বাস দেন। ফ্রান্স বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি করে দেবে। এছাড়া জলবায়ু খাতেও দেশটি একশ’ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চান- মার্কিন প্রেসিডেন্টকে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণ সমাজের মতামত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটিআই প্রকল্প। এতে তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের নানা পরিকল্পনার কথা তুলে ধরে।
এ অনুষ্ঠান শেষে ফ্রান্স প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ফ্রান্স এ অঞ্চলে স্থিতিশীলতা দেখতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনো ইস্যুতে কখনোই চাপে ছিলো না, এখনো নেই।
Mukta/habib