ফরহাদ উজ্জামান: রাজধানীর ফুটপাত আর পথচারীদের নেই। সব ফুটপাত হকারদের দখলে। ফুটপাতজুড়ে বিচিত্র বাণিজ্য চলে। কেবল দোকানপাটই নয়, কোথাও কোথাও রিকশা ভ্যান মোটরসাইকেল এমনকি প্রাইভেট কারও রাখা হয় ফুটপাতে। ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের। ভুক্তভোগীদের অভিযোগ- প্রভাবশালীদের অবৈধ বাণিজ্য আর চাঁদাবাজির কারণেই হকারদের দখলে ঢাকার ফুটপাত।
রাজধানীর ব্যস্ততম গুলিস্তানের এলাকার ফুটপাত সড়ক সব একাকার হকারদের রমরমা বাণিজ্যে। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ফাঁকা নেই কোথাও। ফুটপাত থেকে অনেক সড়কেও দোকান বসিয়ে বাণিজ্য করছে হকাররা।
ফুটপাতের যেটুকু ফাঁকা আছে, সেখানেও অনেক সময় উঠে পড়ে মোটরসাইকেল। কোথাও অবৈধ স্থাপনা, বিভিন্ন মালামাল রাখায় বিড়ম্বনায় পড়েন পথচারীরা।
নগর কর্তৃপক্ষ কখনও কখনও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়। তবে কিছু পরেও আবার ফিরে আসে হকাররা। তাদের কাছে যেন অনেকটা অসহায় কর্তৃপক্ষ। হকারদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেয়ার কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কর্মকর্তা।
ভুক্তভোগীরা জানান, ফুটপাতের প্রতিটি দোকান থেকে বিভিন্ন অংকের মাসোহারা দিতে হয় প্রভাবশালীদের। এরাই মূলত ফুটপাতে হকারদের বসার সুযোগ করে দেয়। পুলিশকেও টাকা দিতে হয় বলে অভিযোগ আছে কারও কারও।
হকারদের কাছ থেকে প্রভাবশালীরা যে অবৈধভাবে সুবিধা নেয় তা পুলিশেরও অজানা নয়। ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার।
তবে ফুটপাত মুক্ত রাখতে না পারার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন কেউ কেউ।
Forhad/Bodiar