সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: মির্জা ফখরুল

প্রকাশিত: ১২-০৯-২০২৩ ১২:২০

আপডেট: ১২-০৯-২০২৩ ২১:৩৪

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়াবহ এই সরকার। 

আজ মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে ডেঙ্গুরোগ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে ঢাকাসহ সকল মহানগরীতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। দেশের মানুষ খেতে পারে না, ভোটের অধিকার দিতে পারে না অথচ দুর্নীতি নিয়ে ব্যস্ত সরকার। 

তিনি বলেন, ডেঙ্গুরোধে জনগণকে সচেতন করতে হবে। একইসাথে সরকারকে সরাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারকে সরাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। 

মির্জা ফখরুল বলেন, সরকার ব্যর্থ হয়েছে ডেঙ্গু প্রতিরোধে। ডেঙ্গুরোধে কেনাকাটায় সেখানেও চুরি করা হচ্ছে। সবক্ষেত্রে চুরি করাই ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য। 

তিনি দাবি করেন, ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরে এয়ারবাস কেনার চুক্তি দুর্নীতির জন্য, কমিশনের জন্য। আবার স্যাটেলাইট-২ এর কথা বলা হচ্ছে, সেখানেও কমিশন।  

 

afroza/Bodiar