সিলেটে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

প্রকাশিত: ১২-০৯-২০২৩ ১০:৪৩

আপডেট: ১২-০৯-২০২৩ ১১:০৫

সিলেট সংবাদদাতা: সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হওয়া ঘটনায় একজন মারা গেছেন।

গতকাল সোমবার (১১ই সেপেটম্বর) দিনগত রাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত রুমেল সিদ্দিক সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এরআগে গত ৫ই সেপ্টেম্বর ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

Kaniz/Bodiar