১০ বছরেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার

প্রকাশিত: ১২-০৯-২০২৩ ০৮:৪৯

আপডেট: ১২-০৯-২০২৩ ১৩:৫৭

হবিগঞ্জ সংবাদদাতা: নির্মাণের ১০ বছর পার হলেও চালু হয়নি হবিগঞ্জের বাহুবলের ট্রমা সেন্টার। গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন স্থাপন নিয়ে গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য বিভাগের টানাহ্যাঁচড়ায় কেটে গেছে  ১০ বছর। ফলে ভবন নির্মাণ শেষ হলেও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী।

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহতদের উন্নত ও দ্রুত চিকিৎসা দিতে ২০১০ সালে বাহুবলে ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারটির নির্মাণকাজ শেষ হয় ২০১৩ সালে। অনেক কাজ বাদ রেখেই গণপূর্ত বিভাগ ভবনটি হবিগঞ্জ স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করতে চায়। 

তবে ভবনে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় সেটি বুঝে নিতে অপারগতা জানায় স্বাস্থ্য বিভাগ। এই বিষয়ে চিঠি চালাচালিতেই কেটে যায় ১০ বছর। অবশেষে গত ৮ই ফেব্র“য়ারি গণপূর্ত বিভাগ থেকে ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝে পায় স্বাস্থ্য বিভাগ। 

কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও যন্ত্রপাতি না থাকায় তা পূর্ণাঙ্গ রূপে চালু করা যাচ্ছে না। ফলে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী।

ট্রমা সেন্টারটির প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস। অনুমোদন পেলেই ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গরূপে চালু হবে বলেও জানান তিনি।

এ ট্রমা সেন্টারটি চালু হলে ঢাকা বা সিলেটে না গিয়ে হবিগঞ্জেই দুর্ঘটনায় আহতরা যথাযথ সেবা পাবেন।

 

Prottay/Bodiar