বাস চাপায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ২০:২৩

আপডেট: ১১-০৯-২০২৩ ২০:২৩

মাগুরা  সংবাদদাতা : ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর হাসপাতালের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ও ভিক্ষুকসহ ২ জন নিহত হয়েছে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি এম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।

আজ (সোমবার) দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মাগুরা সদরের আটারোখাদা এলাকার বাসিন্দা মৃত মইনুদ্দিনের পুত্র আনোয়ার মলি­ক (৪৮) ও পথচারী ভিক্ষুক রোকেয়া (৭০)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মাগুরা সদর হাসপাতালে পশ্চিম গেট এলাকায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন সদর হাসপাতাল থেকে রোগী দেখে বের হয়ে ভায়না যাবার উদ্দেশ্যে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে আশা খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক রোকেয়া বেগমকে চাপাদিয়ে পাশের এম্বুলেন্স ষ্টান্ডে দাঁড়িয়ে থাকা এম্বুলেন্সে আঘাত করে। এ সময় দাঁড়িয়ে থাকা দুইটি এম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।

পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

 

Priyonty/shimul