'বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা'

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ১৯:২৮

আপডেট: ১১-০৯-২০২৩ ২০:৩২

নিজস্ব প্রতিবেদক: যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। 

সোমবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দ্রব্যমূল্য বাড়ায়, তারা ব্যবসায়ী নন। এফবিসিসিআই যে কোনো সৎ ব্যবসায়ীর পাশে থাকবে আর অসৎ ব্যবসায়ীর বিপক্ষে দাঁড়াবে। 

অনুষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমদানি করা পণ্যের দাম নির্ভর করে অনেকটা বিশ^ বাজারের উপর। কিন্তু দেশীয় পণ্যের দামও মাঝে মাঝে অতিরিক্ত বেড়ে যায়। তবে বাজারে পণ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 

 

Nijhum/shimul