আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে সৃষ্ট হারিকেন ‘ড্যানিয়েল’ আঘাত হেনেছে লিবিয়ায়। ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে দেশটির পূর্বাঞ্চলে। প্লাবিত হয়েছে রাজধানী ত্রিপোলি এবং মিসরাতাসহ উপকূলীয় শহরগুলির রাস্তা-ঘাট ও বসত-বাড়ি। এখনও বন্ধ রাখা হয়েছে দেশটির চারটি বন্দর। এছাড়া টাইফুন হাইকুই আঘাত হানার পর এখনও প্রবল বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে চীনের দক্ষিণাঞ্চলে।
সপ্তাহব্যাপী বর্ষণে প্লাবিত হয়েছে গুয়াংডং প্রদেশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির নিম্নাঞ্চল। বৃষ্টির পাশাপাশি হচ্ছে ভূমিধস। এরই মধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে গুয়াংজি প্রদেশে। আগামী কয়েকদিন সেখানে প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে, ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে যোগাযোগ পরিষেবা। আগামী চারদিন উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
hasna/shimul