নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের সব অর্জন ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতা থেকে চলে যেতে বলছে। তাদেরকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। আওয়ামী লীগ সরকার ভয়াবহ দানবীয় হয়ে উঠেছে। বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করে ফেলেছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যাই বলুক, তাদের কথায় এখন আর কোনো কাজ হবে না। মানুষ এখন এই সরকারের পরিবর্তন চায়। সব যুবক তরুণদের এগিয়ে আসতে হবে জাতিকে রক্ষা করতে। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত করতে হবে।
আন্দোলনের যে ধারা শুরু হয়েছে তাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের বিজয় সুনিশ্চিত।
এসময় জাফরুল্লাহ চৌধুরী স্মরণে মির্জা ফখরুল বলেন, অতীতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। সেসময় ঐক্যফ্রন্ট গঠন সঠিক সিদ্ধান্ত ছিল, ফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাফরুল্লাহ চৌধুরী।
rocky/shimul