সর্বভারতীয় গান ও সংস্কৃতি পরিষদের মেডেল পেলেন আতিকুর

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ১৮:১৭

আপডেট: ১১-০৯-২০২৩ ১৮:২৬

বিনোদন ডেস্ক: ক্লাসিক্যাল এবং নজরুল গীতির জন্য দুটি পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী আতিকুর রহমান সবুজ। রোববার নেদারল্যান্ডের আইডহোভেনে এক অনুষ্ঠানে সর্বভারতীয় গান ও সংস্কৃতি পরিষদের দেওয়া এই দুই পুরস্কারের মেডেল সবুজের গলায় পরিয়ে দেন প্রখ্যাত গণসংগীতশিল্পী পণ্ডিত অমিতাভ মুখার্জি । 

দুদিন ব্যাপী এই সঙ্গীত সম্মেলন এবং কনভোকেশন আয়োজন করেছে সংগঠনের ইউরোপীয় চ্যাপ্টার। এতে অংশ নেন ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা।

বাংলাদেশের বাঙালিদের মধ্যে অংশ নেন জার্মান প্রবাসী নির্বাসিত কবি দাউদ হায়দার, সঙ্গীতশিল্পী আতিকুর রহমান সবুজ এবং শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল । এছাড়া ভারত থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল এই কনভোকেশনে অংশ নিয়েছেন। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে পালন করছেন বেলজিয়াম প্রবাসী লিপিকা ভট্টচার্জ্য এবং নীলাঞ্জন ভট্টচার্জ্য।

rocky/shimul