বৃষ্টির পর খেলা শুরু

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ১৭:৫৫

আপডেট: ১১-০৯-২০২৩ ১৭:৫৫

ক্রীড়া ডেস্ক: বৃষ্টি বাধা পেরিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (সোমবার) বিকাল ৫টা ১০ মিনিটে খেলা শুরু হয়।

যদিও খেলা শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৩টা থেকে। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হয়।

এর আগে, গতকাল টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে ব্যাটে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল হাফসেঞ্চুরি করেন। তবে ম্যাচের ২৫তম ওভারের সময় বৃষ্টি শুরু হয় যা আর থামেনি। সেসময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৪৭ রান। 

একই স্কোরে ভারতের ইনিংস পুনরায় শুরু হয়েছে।

এর আগে, গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।

 

rocky/shimul