নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ থাকায় জনস্বার্থে তাকে সোমবার (১১ই সেপ্টেম্বর) থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসময়ে তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় মারধর করা হয়। ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শাহবাগ থানার ওসির (তদন্ত) কক্ষে এই মারধরে নেতৃত্ব দিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। একপর্যায়ে ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা গিয়ে থানা থেকে আক্রান্ত নেতাদের উদ্ধার করেন।
ঘটনা প্রকাশ্যে আসলে রোববার দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় জানানো হয়, তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
এদিকে ঘটনা তদন্তে রোববারই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। ডিএমপির উপ-পুলিশ কমিশনারকে (অপারেশনস) প্রধান করে গঠিত কমিটিকে দুই দিনের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর আজ সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের দেখা করে ঘটনার বিচার দাবি করেন।
rocky/shimul