পৃথিবীর কাছাকাছি আসছে 'নিশিমুরা ধূমকেতু'

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ১৭:৪০

আপডেট: ১১-০৯-২০২৩ ১৯:১৬

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল পৃথিবীর আকাশে দেখা যাবে ‘নিশিমুরা ধূমকেতু’। যা ৪৩৭ বছরে মাত্র একবার পৃথিবীর কাছাকাছি আসে। জোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে অরেক দূরে অবস্থান করায় বর্তমানে দূরবীনের সাহায্যে একে দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার পৃথিবীর আরও কাছে এলে টেলিস্কোপ ছাড়া খালি চোখেই দেখা যাবে অতি উজ্জ্বল এই ধূমকেতুটি। 

এক বিস্ময়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি এসেছে বিশাল বড় একটি ধূমকেতু। যার নাম ‘নিশিমুরা। প্রায় আধা মাইল লম্বা অতি উজ্জ্বল এই ধূমকেতুটি আগামিকাল পৃথিবীর আকাশে দেখা যাবে। তবে এর জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন জোতির্বিজ্ঞানীরা। 

মঙ্গলবার সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত খালি চোখেই দেখা যাবে সবুজ রংয়ের এই ধূমকেতুটি। রাত যত গভীর ও অন্ধকার হবে, ততই বেড়ে যাবে নিশিমুরাকে দেখার সম্ভাবনা। ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে আসছে এটি। পৃথিবীর কাছে আসার সাথে সাথে প্রতিদিনই ধূমকেতুটি আরও উজ্জ্বল হয়ে উঠছে। মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, মঙ্গলবার পৃথিবীর ৭৮ মিলিয়ন মাইলের মধ্যে অবস্থান করবে নিশিমুরা। 

জোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি আসার পর ১৩ই সেপ্টেম্বর ধূমকেতুটি উত্তর গোলার্ধ থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপর ১৭ই সেপ্টেম্বর চলে যাবে সূর্যের কাছে। সূর্যকে প্রদক্ষিণ করে সৌরজগত ছেড়ে চলে যাবে নিশিমুরা। তবে এর আগে, সেপ্টেম্বরের শেষে এটি দক্ষিণ গোলার্ধে আবারও দৃশ্যমান হতে পারে বলেও ধারণা জোতির্বিজ্ঞানীদের। 

গত ১১ই আগস্ট ধূমকেতুটি প্রথম চিহ্নিত করেন হিডিও নিশিমুরা নামক অপেশাদার এক জাপানী জ্যোতির্বিজ্ঞানী। তার নামেই ধূমকেতুটির নামকরণ করা হয়। ‘নিশিমুরা ধূমকেতু’র কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। আগামীকালের পর, আবারও এটি পৃথিবীর কাছাকাছি আসবে ৪৩৭ বছর পর। 

 

aleya/shimul