ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচের বাকি অংশ আজ রিজার্ভ ডে তে হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (সোমবার) একই স্কোরে ভারতের ইনিংস পুনরায় শুরু হবে। এরপর পাকিস্তানের রান তাড়ার পালা। ২৪.১ ওভারে ভারতের স্কোর ১৪৭-২। ক্রিজে বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে খেলাটি।
গতকালের খেলাটি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। তাই খেলা গড়িয়েছে রিসার্ভ ডেতে। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দলের দুই ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা ও শুভমান গিল। দলের ১২১ রানে শাদাব খানের বলে রোহিত শর্মা আউট হলে প্রথম উইকেট হারায় ভারত। ৪৯ বলে ৫৬ রান করেছেন রোহিত। ৫২ বলে ৫৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল।
এরপর, খেলার ২৪ ওভার ১ বলের মাথায় বৃষ্টি নামলে খেলাটি বন্ধ রাখা হয়। বৃষ্টি না থামায় খেলাটি আর শুরু করা সম্ভব হয়নি। ২ উইকেটে ১৪৭ রান নিয়ে রিসার্ভ ডেতে নিজেদের ইনিংসের ব্যাট শুরু করবে ভারত।
afroza/Bodiar