টাঙ্গাইলে বিষপানে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১১-০৯-২০২৩ ০১:৪৭

আপডেট: ১১-০৯-২০২৩ ০১:৪৭

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে শিশু দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। 

রোববার (১০ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো শালিয়াবহ গ্রামে মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া ও মেয়ে সানজিদা আক্তার। 

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিক্টোর ব্যানার্জি জানান, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় দুই ভাইবোন ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

Kaniz/sat