দুই দিনেও সংস্কার হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার বেইলি সেতুটি

প্রকাশিত: ১০-০৯-২০২৩ ২১:৫০

আপডেট: ১০-০৯-২০২৩ ২১:৫০

টাঙ্গাইল সংবাদদাতা: দুই দিনেও সংস্কার হয়নি টাঙ্গাইলের দেলদুয়ারে ভেঙ্গে যাওয়া বেইলি সেতুটির। এখানো উদ্ধার হয়নি পড়ে যাওয়া ট্রাকটি। জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। 

গতকাল (শনিবার) থেকে উদ্ধার কাজ শুরু করলেও কাজের অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। 

এদিকে বিকল্প পথে নৌকায় পারাপার হতে গিয়ে স্থানীয়রা নৌকা ভাড়া নিয়ে বাক বিতন্ডায় জরিয়ে পরেছে। ফলে ঘটছে হাতাহাতির ঘটনা।

টাঙ্গাইল দেলদুয়ার সড়কের বেইলি সেতুটি এনিয়ে চতুর্থ বার ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। তবে সড়ক বিভাগের দাবী সংস্কার কাজ চলমান রয়েছে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল হবে।

 

 

Nishat/prabir