ক্রীড়া ডেস্ক: বৃষ্টির হানায় এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
রোববার ভারতের ইনিংসের ২৫তম ওভারের সময় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থামলেও মাঠ ভেজা হওয়ায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় আজ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই খেলা শুরু হবে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দুই ওপেনার রোহিত শর্মাও আর শুবমান গিল মিলে দারুণ শুরু করেন। পাকিস্তানি বোলারদের শাসন করে শতরানের জুটি গড়েন তারা।
তবে ১৭তম ওভারের চতুর্থ বলে রোহিত ৪৯ বলে ৫৬ রানে শাদাব খানের শিকার হন। পরের ওভারেই ৫২ বলে ৫৮ রান করা গিলকে আউট করেন শাহিন আফ্রিদি। এই দুজনের বিদায়ের দলের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে ২৫তম ওভারের প্রথম বলেই প্রেমদাসায় শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি শুরুর আগে ভারত ২৪ ওভার ১ বলে ২ উইকেটে ১৪৭ রান করে। আগামীকাল ঠিক এই জায়গা থেকেই শুরু হবে খেলা।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও দেখা হয়েছিল দুই দলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়।
rocky/prabir