নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। রোববার রাত সাড়ে আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি। বিমান বন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা। কাল প্রধানমন্ত্রী’র কার্যালয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
তিন দশকেরও বেশি সময় পর ফ্রান্সের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। রোববার রাত সাড়ে আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে বহনকারী উড়োজাহাজ। ফরাসী প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এর আগেই বিমান বন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ উড়োজাহাজ অবতরণের কিছুক্ষণ পর গেট খুললে সিঁড়ি বেয়ে নিচে নামেন প্রথমবার বাংলাদেশ সফরে আসা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ফরাসি প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
এর পর বিমানবন্দরের রানওয়েতে নির্মিত অস্থায়ী মঞ্চে দুই নেতা দাঁড়ালে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। তিন বাহিনীর সম্মিলিত গার্ড পরিদর্শন করেন তিনি।
পরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পরিচিত হন ম্যাঁক্রো। এরপর তার সাথে বাংলাদেশ সফরে আসা ফ্রান্সের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচয় করিয়ে দেন তিনি।
বিমানবন্দরের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে বিশিষ্ট এই অতিথিকে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।
সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক অংশ নেবেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাঁক্রো। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা। এদিন বিকেলেই ঢাকা ছেড়ে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
rocky/prabir