নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (১০ই সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান৷
আইনমন্ত্রী বলেন, আগের বাড়ানো মেয়াদ সেপ্টেম্বরের ২৪ তারিখে শেষ হবে। আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে।
আবেদনে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি ছিল উল্লেখ করে আনিসুল হক বলেন, এ বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম। আমার স্বাক্ষরের পর ফাইল ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে।
এর আগে ছয় মাস করে পাঁচবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। চলমান মেয়াদ শেষ হবে এ মাসেই। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলার দ- স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫শে মার্চ বিএনপি চেয়ারপারসন ছয় মাসের জন্য মুক্তি পান। প্রথম দফা মুক্তির মেয়াদ শেষ হয়ে এলে ওই বছরের ২৫শে আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করা হয়। পরিপ্রেক্ষিতে সরকার দ্বিতীয় দফায় ২৫শে সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য তার মুক্তির মেয়াদ বাড়ায়।
২০২২ সালে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করে পরিবার। কিন্তু সরকার সেই প্রস্তাবে আমলে না নিয়ে আরও তিনদফা মুক্তির মেয়াদ বাড়ায়, যার মেয়াদ শেষ হবে আগামী ২৪শে সেপ্টেম্বর।
rocky/prabir