হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও ঢাকাগামী ট্রেনসহ সকল ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী।
আজ (রোববার) সকাল ১০ টায় চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনটি হিলিতে আসার পর ট্রেনের ইঞ্জিনে উঠে এবং রেললাইনের উপর এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, হিলি নাগরিক উন্নয়ন কমিটির নেতা সাংবাদিক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অনেকে। হিলি রেলস্টেশনের আধুনিকায়নসহ এই রুটে চলাচলকারী সকল ট্রেন থামানোর দাবি জানান তারা।
বেলা ১১ টায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেয়া হয়। ১ ঘন্টা পর পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Mustafiz/prabir