চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ

প্রকাশিত: ১০-০৯-২০২৩ ১২:৫৯

আপডেট: ১০-০৯-২০২৩ ১২:৫৯

চট্টগ্রাম প্রতিবেদক: নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে লোকো মাস্টাররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো শাটল ট্রেন। 

এর আগে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে উঠে ক্যাম্পাসে ফেরার পথে গাছের ডালের ধাক্কায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়।ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাটল ট্রেনের লোকো মাস্টারদের উপর চড়াও হয়। 

এ ঘটনার জেরে সেদিন রাতেই বিশ্ববিদ্যালয়ে মূল ফটক ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভের পাশাপাশি ভিসির বাংলো ও পরিবহন পুলে থাকা শিক্ষক বাসে  ব্যাপক ভাংচুর  চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের সাথে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Naeem/shimul