'জনগণের জানমালের ক্ষতি করলে ব্যবস্থা নেবে পুলিশ'

প্রকাশিত: ০৯-০৯-২০২৩ ২১:৩৭

আপডেট: ০৯-০৯-২০২৩ ২১:৩৭

বগুড়া সংবাদদাতা: পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন,  নির্বাচন ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতি বিঘ্নের যে কোন অপপ্রয়াস রোধ করতে পুলিশের প্রতিটি সদস্য সচেষ্ট থাকবে। 

আজ (শনিবার) দুপুরে বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন ও সার্কিট হাউসের বিপরীত পাশে পুলিশ কল্যাণ ট্রাস্টের বহুতল মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো জানান, সরকারের নির্দেশনায় জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে তা নিয়ন্ত্রণে এসেছে। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগণের জানমালের ক্ষতি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রীর সহায়তায় ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এখন অনেক প্রতিষ্ঠান পরিচালনা করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এসএম মোস্তাক আহম্মেদ খান, অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম খান, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা। 

Nishat/sat