ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে কাল (রোববার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে আরও এক ট্রফির সামনে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে জায়গা করে নেয় টাইগার যুবারা।
টানা জয়ে অনেকটা আত্মবিশ্বাসী মনির শিষ্যরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সাফের বয়সভিত্তিক ফুটবলের তৃতীয় শিরোপা জিততে চায় বাংলাদেশ। অন্যদিক, এখন পর্যন্ত আসরে কোন ম্যাচ হারেনি ভারত।
গ্রুপ পর্বের প্রথম দেখায় বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিলো আব্বাশ-কাইফরা। এবারো সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে চায় ভারত। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬ টায়।
Saju/sat