'শিগগিরই স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে'

প্রকাশিত: ০৯-০৯-২০২৩ ২০:১৮

আপডেট: ০৯-০৯-২০২৩ ২০:১৮

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শিগগিরই একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। 

আজ (শনিবার) সকালে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ৪র্থ সম্প্রচার সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

এসময় সাংবাদিকরা ‘সাংবাদিক সুরক্ষা’ আইন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সাংবাদিকদের সেসব দাবি বিবেচনার আশ্বাস দেন আইনমন্ত্রী।

Mukta/sat