হার্টে ছিদ্র, বাঁচতে চায় আকাশ

প্রকাশিত: ০৯-০৯-২০২৩ ১৯:০৬

আপডেট: ০৯-০৯-২০২৩ ১৯:০৬

হিলি সংবাদদাতা: দারিদ্রের কারণে চিকিৎসা করাতে না পারায় দিন-দিন অসুস্থ হয়ে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৬ষ্ঠ শ্রেনির ছাত্র আকাশ। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন, এক মাসের মধ্যে আকাশের হার্টের অপারেশন করতে হবে। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। কিন্তু দিন মজুর বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই আকাশের চিকিৎসায় বিত্তবানদের কাছে সহযোগিতা চায় পরিবার ও স্থানীয়রা।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল খালেক পেশায় একজন দিনমজুর। তার ১২ বছর বয়সী একমাত্র সন্তান আকাশ ভুগছে হার্টের সমস্যায়। হার্টে ছিদ্র থাকায় এক মাসের মধ্যে অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আকাশ উপজেলার বিশাপাড়া উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। তবে অসুস্থতার কারণে এখন পড়াশুনা বন্ধ। থমকে গেছে তার জীবনের গতি। 

দুরন্তপনার এই সময়ে হারিয়ে গেছে আকাশেল চঞ্চলতা। সমবয়সী সবাই এদিক-সেদিক ছুটোছুটি করলেও আকাশ তার রোগের কাছে অসহায়। অল্প হাঁটতেই হাঁপিয়ে ওঠে সে। দিন যতই যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লাখ টাকার, তবে অর্থের অভাবে অনিশ্চিত আকাশের চিকিৎসা কার্যক্রম। নতুন করে জীবন গড়াতে প্রয়োজন সবার সহযোগিতা।

স্থানীয়রা বলছেন, আকাশেল বাবা’র যে আয় তা দিয়ে কখনও ছেলের চিকিৎসা করা সম্ভব না। বিত্তবানদের সাহায্য করার অনুরোধ জানিয়েছেন তারাও। 

Laiza/sat