জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৯-০৯-২০২৩ ১৭:১৭

আপডেট: ০৯-০৯-২০২৩ ১৭:১৭

জামালপুর সংবাদদাতা: জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) সকালে সদর উপজেলার নান্দিনা বাজার ও জামালপুর পৌরসভার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

সকালে নান্দিনা বাজারের স্টেশন রোডে নির্মাণাধীন একটি বাড়ির পানির পাম্প চালুর সময় বিদ্যুৎপৃষ্ট হন কেয়ারটেকার সোহেল রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল রানা শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামের তহি শেখের পুত্র।

অপরদিকে হরিপুর গ্রামে চার্জে রাখা অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে অটোরিকশা চালক বাবু মিয়ার ছেলে আরিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

Priyonty/sat