সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ০৯-০৯-২০২৩ ১৭:০২

আপডেট: ০৯-০৯-২০২৩ ১৭:০২

সিলেট সংবাদদাতা: ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।  

সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, এ কম্পনের মাত্রা ছিল ৪ দশদিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে গুগল।

গত ২৮শে আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন কম্পনের মাত্রা ছিল ৪.৬।

এর আগে গত ১৬ই জুন সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়।

AR/sat