মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ শনিবার ( ৯ই সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তারা জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।
শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণে তরুণ প্রজন্মের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষাক্রম ও গবেষণায় ভূমিকা রাখবেন বলে দাবি করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মোহাম্মদ সামসুল আরেফিন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীবুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমসহ আরও অনেকে।
Kaniz/sat