দুই বছরে ফলের দাম দ্বিগুণ

প্রকাশিত: ০৮-০৯-২০২৩ ১৪:৩০

আপডেট: ০৮-০৯-২০২৩ ১৫:৪০

নিজস্ব প্রতিবেদক: ফলমূল এখন বিলাসী খাবারে পরিণত হয়েছে। দুই বছরের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, কোন কোনটা তিনগুণ। ফলে অনেক ফলই এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। গত এক বছরে  বিভিন্ন মশলার দামও বেড়ে দ্বিগুণ হয়েছে। এমন অবস্থার জন্য ডলার সংকটসহ নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। 

বাহারী ফলের সমাহার রাজধানীর বাজারে, সাজানো রয়েছে থরে থরে। তবে, সমাজের বেশিরভাগ মানুষের কাছেই এসব ফল এখন কেবল চোখের সৌর্ন্দয্য।

গত দুই বছরের ব্যবধানে এসব ফলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২১ সালে লাল রংয়ের আপেলের দাম ছিলো সর্বোচ্চ ১৫০ টাকা, বর্তমানে তা ৩০০ টাকার বেশি। ২শ’ টাকার সবুজ আপেল এখন ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। মাল্টা ২০২১ সালে ছিলো ১৫০ টাকা কিন্তু বর্তমানে তা দ্বিগুণেরও বেশি বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। ১২০ টাকার কমলা ৩ গুণ বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। আঙুর ২০২১ সালে ২২০ টাকা বিক্রি করা হলেও বর্তমানে ৪৫০ টাকা। 

ভিনদেশি ফলের সাথে পাল­া দিয়ে বেড়েছে দেশি ফলের দামও। একটি আনারসের দাম ৮০ টাকা, জাম্বুরা ৬০ টাকা আর এক কেজি পেপে বিক্রি হচ্ছে ১শ’ টাকায়।

এদিকে, মশলার দামও এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় দ্বিগুণ। গেল বছর ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও এবার দাম ৯০ টাকা। ১৩০ টাকার রসুন ২৪০, ৮৫ টাকার চিনি এখন ১৩৫ টাকা আর ১৪০ টাকার আদা বর্তমানে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এতে ক্রেতারা তাদের ক্ষোভ জানান। অন্যদিকে বাজারে মাছ, মাংশ আর সবজির দামও বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ।

 

TH/shimul