'পুঁজিবাজারের স্বাভাবিক গতি নষ্ট করেছে' ফ্লোরপ্রাইস

প্রকাশিত: ০৮-০৯-২০২৩ ১৪:২৮

আপডেট: ০৮-০৯-২০২৩ ১৬:১২

তানজিলা নিঝুম: দেশের পুজিঁবাজারে গত সপ্তাহে দেড় মাস পর ফের লেনদেন ৭শ কোটি টাকার ঘরে ফিরেছে। তবে এটি আশানুরূপ লেনদেন নয়। দীর্ঘদিন ধরে পুজিঁবাজারে শেয়ারের সর্বনি¤œ দামের সীমা বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে রাখায় এমনটি হচ্ছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, এর মধ্য দিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রিত বাজারে পরিণত হয়েছে। ফ্লোর প্রাইস তুলে দিলে বাজার সাময়িক অস্থির হলেও তা দূর হয়ে স্বাভাবিক গতি ফিরবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। 

দেশের পুঁজিবাজারে লেনদেন গত সপ্তাহে কিছুটা বেড়েছে। যদিও সপ্তাহের শেষ কার্যদিবসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম, মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। তবে, এর মধ্যেও ঢাকা স্টক একচেঞ্জ-ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।

দীর্ঘদিন ধরে পুজিঁবাজারে শেয়ারের সর্বনিম্ন দামের সীমা বেঁধে দেয়া হয়েছে। এ থেকে বিনিয়োগকারীদের কোন সুবিধা হয়েছে বলে মনে করেন না অর্থনীতিবিদরা।

বাজার বিশ্লেষকরাও অর্থনীতিবিদদের সাথে একমত। তাদের মতে, ফ্লোর প্রাইস দেয়ায় বিনিয়োগকারীরা খারাপ কোম্পানিতে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ফ্লোর প্রাইস তুলে নিলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারে গতি ফিরে আসবে বলে মনে করেন তারা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে দাম বেড়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ১০৯টির। আর ১৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

Nijhum/shimul