বিউটি সমাদ্দার: দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমাগতভাবে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। ডেঙ্গুর পাশাপাশি করোনাও হচ্ছে অনেকের। তাই জ্বর ঠান্ডায় আক্রান্ত অনেকে ছুটছেন হাসপাতালে। শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপ বেড়েছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। রোগীর জরুরি প্রয়োজনে আইসিইউ শয্যাও পাচ্ছে না অনেকে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ এর চিত্র এটি। এখানে শয্যা সংখ্যা দশটি। যার ছয়টিতেই ভর্তি আছে ডেঙ্গু আক্রান্ত রোগী। বাকিগুলোও খালি নেই।
একই চিত্র এই হাসপাতালের শিশুদের এনএসইউ বিভাগে। এখানকার সবগুলি শয্যায় রোগী ভর্তি। নতুন কোন জটিল রোগী এলে এখানে জায়গা পাবে না। তারপরও ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে ভর্তি হতে।
অন্যান্য রোগী পাশাপাশি ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় সাত হাজার ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে বেসরকারি হাসপাতালে প্রায় পাঁচ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। সরকারি বেসরকারি মিলে ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা আছে প্রায় সাড়ে আটশো। যার মধ্যে সরকারি ৩২২টি এবং বেসরকারি হাসপাতালে আছে প্রায় পাঁচশো। যেগুলোতে প্রতিনিয়তই চাপ বাড়ছে।
ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাপ সামলাতে সমন্বিত চিকিৎসা গাইড লাইন তৈরি করা হয়েছে। পাশাপাশি সকলের সচেতনতা বাড়নোর উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।
BRS/shimul