চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে লেগে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীরা জানান, চৌধুরীহাট এলাকায় রেললাইনের জায়গায় গাছের ডালপালা ঝুলে ছিল। শাটল ট্রেন চৌধুরীহাট পার হওযার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা হেলে থাকা গাছের সঙ্গে আঘাত পেয়ে আহত হন।
এ সময় কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া কয়েকজন চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়।
Mustafiz/Bodiar