নিজস্ব সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এইসময় এক ঢাবি শিক্ষার্থীসহ দুজন আহত হয়।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল টিএসসি চত্বরের উল্টো দিকে চায়ের দোকানসংলগ্ন জায়গায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি শেরপুর সদরের আমবাড়িয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। এসময় সেখান দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুই যাত্রীসহ চালক আহত হন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রিকশাচালক মারা যান। আহত দুই জন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দু'জনের মধ্যে ওয়াহিদা বিনতে রোকন (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শামসুন্নাহার হলে থাকেন। আহত আরেকজনের নাম সাইফুল বারী প্রদীপ (৩০)। তিনি খিলগাঁওয়ে কাপড়ের ব্যবসা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বলেন, গাছ পড়লে তিনজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
FR/sat