রিমান্ডের কথা শুনে হাতকড়া নিয়েই পালালেন আসামি

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ২১:০৩

আপডেট: ০৭-০৯-২০২৩ ২১:০৩

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে হাতকড়াসহ আদালত থেকে এক আসামি পালিয়ে গেছে। রিমান্ড শুনানির কথা শুনে মাদক মামলার এ আসামি আদালত থেকে পালিয়ে যান। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে তিনি পালান। 

পলাতক রাজু মিয়া (৪৭) মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের চান বাদশা মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় গ্রেফতার হন।

আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির পর তিনি পালিয়ে গেছেন।

lamia/sat