নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র নেতাদের কারাগারে নিয়ে সরকার সংসদ নির্বাচন করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান, ডক্টর ইউনুসের ওপর নয়, জনগনের ওপর ভর করে ক্ষমতায় যেতে চান তারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বানও জানান মির্জা ফখরুল।
প্রায় একমাস ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
এতে যোগ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুতর অসুস্থ্য হলেও খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে সরকার। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ এখন পাতানো নির্বাচনের ছক আঁকছে বলেও অভিযোগ করেন তিনি।
GM/sat