বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ১৭:২৯

আপডেট: ০৭-০৯-২০২৩ ১৭:২৯

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্বে রয়েছেন স্কট এডওয়ার্ডস। আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) ১৫ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস।

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'দোদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভন মিকেরেন, কলিন আঁকারমান, রোয়েলফ ভন ডার মারুই, লগান ভন বিক, আরিয়ান ডাত, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আজমেদ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেচ।

জানা গেছে, অধিনায়ক এডওয়ার্ডস ছাড়া কলিন অ্যাঁকারমান, ওয়েসলি বারেসি, লগান ভন বিক, বাস ডি লিড, পল ভন মিকেরেন, ম্যাক্স ও'দোদসহ একঝাঁক তারকা আছেন ডাচদের বিশ্বকাপ দলে।

আগামী ৬ই অক্টোবর আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ হয়ে খেলবে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তান। ৯ই অক্টোবর নিউজিল্যান্ড, ১৭ই অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২১শে অক্টোবর শ্রীলঙ্কার মোকাবেলা করবে দলটি। 

২৫শে অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডাচরা। ২৮শে অক্টোবর ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ৩ই নভেম্বর আফগানিস্তান এবং ৮ই নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস।

Sajjadur/sat