বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেলো শাহরুখের ‘জওয়ান’

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ১৬:৫৮

আপডেট: ০৭-০৯-২০২৩ ১৬:৫৮

বিনোদন ডেস্ক: অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে সেন্সর পেল ভারতীয় হিন্দি সিনেমা জাওয়ান। আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এই তথ্য নিশ্চিত করেছে। আজ সন্ধ্যা থেকে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে বলেও জানান তিনি । এর আগে গত সোমবার রাতে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে। 

সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানটির সঙ্গে সিনেমাটি আমদানিতে যুক্ত আছে রংধনু গ্রুপও। বিনিময় প্রথায় ‘জাওয়ান’-এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি।

অনন্য মামুন বলেন, সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত। বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পাচ্ছে জাওয়ান। এর মধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জাওয়ান নির্মাণ করেছেন ‘থেরি’, ‘মার্সেল’, ‘বিগিল’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেট ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথবার জুটি বেধেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা।

FR/sat