টাকা দিয়ে বিবৃতি কিনেছেন ড. ইউনূস: হানিফ

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ১৬:৪১

আপডেট: ০৭-০৯-২০২৩ ১৬:৪১

কুষ্টিয়া সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ড. ইউনুসের মামলার বিষয়ে বিদেশিরা কোনো কথা বলতে পারেন না। এটা সরাসরি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। যে সমস্ত ব্যক্তিরা এই বিবৃতি দিয়েছেন এটা আমাদের দেশের মানুষ মনে করে যে এই সমস্ত বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। কারণ ওই মানুষগুলো এই বিচার সম্পর্কে কিছুই জানেনা।

আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও কৃষকদের প্রণোদনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে তারই কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা করেছে। সেই মামলায় এখন বিচার চলছে। এই বিষয়টা না জেনে যারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে এটা আসলে পরিষ্কার ভাবে বোঝা যায় অর্থ দিয়ে বিবৃতি কেনা হয়েছে সরকারকে চাপ সৃষ্টি করে বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য, এছাড়া আর কিছুই নয়।

আগামী ডিসেম্বরে বর্তমান সরকারের মেয়াদ শেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেবের এতদিনে শুভবুদ্ধির উদয় হয়েছে। কথাই বলে না গাঁধা পানি খায় ঘোলা করে মির্জা ফখরুলের এখন সেই দশা হয়েছে। সবাই জানে এই সরকারের মেয়াদকাল আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

হানিফ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন তো বর্তমান সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যাবে। এটাতো নতুন কিছু নয়। এটা সাংবিধানিক প্রক্রিয়া। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  বলেন, মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে বলছেন এই সরকারের সাথে কোনো জনগণ নেই সব জনগণ তাদের সাথে। মির্জা ফখরুল সাহেবদের সাথে এত জনগণ আছে তাহলে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তার সফলতা অর্জন করতে পরে নাই কেন? তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে সকাল-বিকাল বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে।

AR/sat